ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি ড্রোন ধ্বংস করল ইয়েমেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২২, ৬ মার্চ ২০২০

সৌদি ড্রোন

সৌদি ড্রোন

Ekushey Television Ltd.

সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছেন।

আজ শুক্রবার আল-মাসিরা টিভি চ্যানেল ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে জানিয়েছে, জিযান প্রদেশের আকাশ থেকে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল সৌদি ড্রোন। এর ফলে জিযানের আকাশেই ড্রোনটিতে আঘাত হানা হয়। ইয়েমেনিদের আঘাতে ড্রোনটি ভূপাতিত হয়েছে।

এর আগে গত রোববার আল-হুদায়দা প্রদেশে একই ধরণের আরেকটি সৌদি গোয়েন্দা ড্রোন ধ্বংস করে ইয়েমেনিরা।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তাদের কয়েকটি মিত্র দেশ। এর ফলে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। লাখ লাখ মানুষ আহত ও গৃহহীন হয়েছেন।

তারা প্রথমে স্বল্প শক্তি নিয়ে আগ্রাসনের পাল্টা জবাব দিতে শুরু করলেও এখন সামরিক শক্তি বেড়েছে এবং সৌদি আরবের গভীরেও আঘাত হানছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি