ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সৌদি রাজ পরিবারের ৩ সদস্য আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ৭ মার্চ ২০২০ | আপডেট: ১১:৩১, ৭ মার্চ ২০২০

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

সৌদি আরবের রাজপরিবারের তিন প্রবীণ সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে রাজার ভাইও রয়েছেন। তবে তাদের আটকের কারণ জানা যায়নি। খবর বিবিসি ও আল জাজিরা’র। 

আটকদের মধ্যে দু’জনকে সৌদি আরবের খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব ধরা হয়। তাদের আটকের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক রয়েছে।

আটকরা হলেন, রাজার ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ, সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ও প্রিন্স নাওয়াফ বিন নায়েফ।

এর আগে ২০১৭ সালে ডজনখানেক রাজকীয় ব্যক্তিত্ব, মন্ত্রী ও ব্যবসায়ীকে যুবরাজের নির্দেশে রিয়াদের রিজ-কার্লটন হোটেলে আটক করে রাখা হয়। ঐ বছরই মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দী করা হয়। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি