ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনা কেড়ে নিল ইরানের আরেক এমপির প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ৭ মার্চ ২০২০

ইরানি এমপি ফাতেমেহ রাহবার

ইরানি এমপি ফাতেমেহ রাহবার

প্রাণঘাতী করোনা ভাইরাস তার মরণ ছোবল হেনেই চলেছে। এবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও এক সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। ফাতেমেহ রাহবার নামের ওই নারী সংসদ সদস্য শনিবার (৭ মার্চ) মারা গেছেন বলে জানায় দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

জানা গেছে, করোনা বা কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ায় কিছু দিন আগে ফাতেমেহ রাহবারকে তেহরানের মাসিহ দানেশভারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এই কয়েকদিন আগেই অনুষ্ঠিত ইরানের পার্লামেন্ট নির্বাচনে তিনি তেহরান থেকে এমপি নির্বাচিত হন। করোনা ভাইরাসের কারণে মারা যাওয়া ইরানের দ্বিতীয় এমপি তিনি। 

এর আগে পার্লামেন্ট সদস্য মোহাম্মদ আলি রামাজানি দস্তকও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। সেইসঙ্গে এক সাবেক রাষ্ট্রদূত এবং দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টার মৃত্যু হয়েছে করোনায়।

দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসের কারণে মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৭ জন, আর নতুন করে আক্রান্ত হয়েছে ১২৩৪ জন। সব মিলিয়ে এখন দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৭৪৭ জন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি