ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ভারতের চীনা জাহাজ আটকে পাকিস্তানের প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ৮ মার্চ ২০২০

পাকিস্তানগামী চীনের একটি জাহাজ আটক করেছে ভারত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কাজে লাগে এমন উপকরণ বহনের অভিযোগে সম্প্রতি গুজরাটের কান্দলা বন্দর কর্তৃপক্ষ ওই জাহাজটি আটক করেছে। এর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়শা ফারুকি বলেছেন, জাহাজে সামরিক সরঞ্জাম রয়েছে বলে ভারত যে দাবি করছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং নয়া দিল্লি বেআইনিভাবে জাহাজটি আটক করেছে।

তিনি আরও বলেন, জাহাজে যেসব পণ্য ছিল তার তালিকা আমাদের কাছে রয়েছে এবং জাহাজে শিল্প-পণ্য বিশেষকরে ইট পোড়ানোর চুল্লি ছিল। আয়শা ফারুকি আরও বলেন, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কোনো পণ্য বা উপাদান জাহাজে ছিল না। 

শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে তাদের জাহাজ আটকের প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারত ওই জাহাজ আটক করে আইন লঙ্ঘন করেছে।

গত ৩ ফেব্রুয়ারি জাহাজটি গুজরাটের কান্দলা বন্দরে আটক করা হয় এবং ভারত সরকার তাতে নিবিড়ভাবে তদন্ত চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি