ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় ইতালিতে একদিনেই মৃত্যু ১৩৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ৯ মার্চ ২০২০ | আপডেট: ০৮:৪১, ৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ১৩৩ ব্যক্তি মারা গেছেন। দেশটিতে গতকাল পর্যন্ত করোনা ভাইরাসের কারণে মৃতের সংখ্যা ছিল ২৩৩, সেই সংখ্যাটি বেড়ে এখন ৩৬৬। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও চায়না সাউথ মর্নিং পোস্ট।

করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যার দিক থেকে চীনের পরেই রয়েছে ইতালি। দেশটিতে আজ সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৭৫ জন মানুষ।

ভাইরাস প্রতিরোধে দেশটির শিক্ষা প্রতিষ্ঠান, মিউজিয়াম, জিমনেশিয়াম, নাইটক্লাবসহ বিভিন্ন ভেন্যু বন্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে।

এর আগে, লোম্বার্ডিসহ ১৪টি প্রদেশের অন্তত এক কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ। ঘোষণায় তিনি বলেন, আগামী ৩ এপ্রিল পর্যন্ত কেউ এই প্রদেশগুলো থেকে বেরুতে পারবে না। বাইরে থেকেও কেউ সেখানে প্রবেশ করতে পারবে না।

চীনসহ বিশ্বের ১১৪টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৩৯ জন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি