করোনা ভাইরাসে আক্রান্ত ইতালির সেনাপ্রধান
প্রকাশিত : ১১:৫২, ৯ মার্চ ২০২০ | আপডেট: ১১:৫৩, ৯ মার্চ ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনে।
এবার জানা গেল ইতালির সেনাপ্রধান সালভেতর ফারিনার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে তাকে তার নিজ বাড়িতে অন্তত দুই সপ্তাহের জন্য আলাদা থাকতে হচ্ছে।
গতকাল রোববার জেনারেল ফারিনা অসুস্থবোধ করলে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, তার শরীরের করোনা ভাইরাসের অস্তিত্ব রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে ১৪ দিন তার বাড়িতে অন্যদের সংস্পর্শ এড়িয়ে একা থাকার সিদ্ধান্ত নেন।
এদিকে সালভেতর ফারিনা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এরই মধ্যে দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। ফারিনার অবর্তমানে জেনারেল বনাতো এ দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, চীনসহ বিশ্বের ১১৪টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৩৯ জন।
একে//
আরও পড়ুন