ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার ভয়ে ইরানে ৭০ হাজার বন্দিকে মুক্তি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ১০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ইরানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৬১ জনে। আর মৃত্যু হয়েছে ২৩৭ জন মানুষের। প্রাণঘাতী ভাইরাসটি যাতে আরও মহামারীর আকার ধারণ করতে না পারে, সে জন্যই বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ উপলক্ষে ৭০ হাজার কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইরান। 

বিষয়টি নিশ্চিত করে ইরানের আইন মন্ত্রণালয়ের প্রধান ইব্রাহিম রাইসি সংবাদিকদের জানান, 'সারা বিশ্বে ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী ভাইরাস যাতে ইরানে মহামারীর আকার ধারণ করতে না পারে, সে জন্যই বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। 

সিদ্ধান্তের কারণ হিসেবে তার ব্যাখ্যা, একসঙ্গে অনেক বন্দি এক জায়গায় থাকলে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ফলে, ঝুঁকি থেকে যায়। তাই বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

প্রসঙ্গত, যেসব বন্দিদের ছেড়ে দেওয়া হল, তাদের ভবিষ্যতে ফের জেলে নেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেননি ইব্রাহিম।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফার্সি নববর্ষের ভাষণ বাতিল করেছেন। ইরানের পবিত্র নগরী মাশহাদের হজরত ইমাম রেজা (আ.) মাজার থেকে প্রতি নববর্ষে এ ভাষণ দেন তিনি। স্বাস্থ্য কর্মকর্তাদের সুপারিশের আলোকে এবারের নববর্ষের ভাষণ বাতিল করা হয়।

মার্চ মাসের ২০ তারিখে ফার্সি নতুন বছর শুরু হবে। এর আগেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ'র দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফার্সি নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়। এছাড়া করোনা ভাইরাস নির্মূলে ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশাবলী ইরানের জনগণ যথাযথ ভাবে মেনে চলবে বলেও সর্বোচ্চ নেতার দফতর থেকে দেয়া বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি