ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার করোনায় আক্রান্ত ফ্রান্সের মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ১০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঙ্ক রিসটার। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, আজ মঙ্গলবার মেডিকেল পরীক্ষায় ফরাসি মন্ত্রী ফ্রাঙ্ক রিসটারের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর আজ মন্ত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মন্ত্রী ‘ভালো আছেন’, তিনি এখন তার প্যারিসের বাড়িতে অবস্থান করছেন।

গত সপ্তাহের কয়েক দিন ফ্রান্সের জাতীয় সংসদের নিম্ন সভায় অবস্থান করেছিলেন ফ্রাঙ্ক রিসটার। ওই সভার পাঁচজন ব্যক্তি এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এরআগে ইরানের দুইজন সংসদ সদস্য ও এক রাষ্ট্রদূত করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া পাঁচজন সংসদ সদস্য ও একজন ভাইস প্রেসিডেন্ট এখানো আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ইতালির সেনাপ্রধান করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া পর্তুগালের প্রেসিডেন্ট রিবেলো ডি সুজা কোয়ারেন্টাইনে আছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি