ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় আরব আমিরাতে দুই বাংলাদেশীসহ নতুন ১৪ রোগী শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ১০ মার্চ ২০২০

করোনা ভাইরাসে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে দুই প্রবাসী বাংলাদেশিসহ নতুন করে আরও ১৪ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯।  এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আজিরা।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের সংবাদ সংস্থা ডব্লিউএএম-এর বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে নতুন করো আরও ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪ জন সংযুক্ত আরব আমিরাতের, ৩ জন ইতালিয়ান, দুই জন বাংলাদেশি, দুই জন নেপালের এবং একজন করে রাশিয়া, সিরিয়া ও ভারতের নাগরিক হয়েছে।

এ ছাড়া দেশটিতে ফেব্রুয়ারিতে আরেক প্রবাসী বাংলাদেশীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে জানুয়ারির শেষ দিকে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। চীনের উহান থেকে আসা এক পরিবারে করোনা ভাইরাসের উপস্থিতির বিষয়টি ঘোষণা করে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রাণঘাতী ভাইরাসটি ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জুম্মার নামাজ ১০ মিনিটে শেষ করার নির্দেশ দেয় দেশটির ধর্মীয় প্রতিষ্ঠান ওয়াকাফ।

গত ডিসেম্বরের শেষ দিকে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের ১১৪টি দেশে ছড়িয়ে পড়েছে। আজ পর্যন্ত এই ভাইরাসে ৪ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে এক লাখ সাড়ে ১২ হাজার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি