ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যাত্রীর হাঁচির কারণে বিমানের জরুরি অবতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান এক যাত্রীর হাঁচি ও কাশির কারণে জরুরি অবতরণ করে। জানা যায়, ওই যাত্রীর হাঁচির কারণে অন্য যাত্রীদের মধ্যে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়লে ফ্লাইটটি ডেনভার বিমান বন্দরে অবতরণ করতে বাধ্য হয়।

ইউনাইটেড এয়ারলাইনসের বরাত দিয়ে এএফপি জানায়, বিমানটি কলোরাডো অঙ্গরাজ্যের ঈগল শহর থেকে নিউজার্সির বিমান বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। পরে বিমানটি রোববার বিকালে কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, অসুস্থ যাত্রীর হাঁচি এবং কাশির কারণে বিমানযাত্রীদের অনেকে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। তাই বাধ্য হয়ে পাইলট বিমানটি অবতরণ করে। তবে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় ওই যাত্রীকে নিয়েই বিমানটি পুনরায় নিউজার্সির উদ্দেশে রওনা হয়।

এয়ারলাইনস আরো জানায়, অসুস্থ ওই ব্যক্তির এলার্জি ছিল বোঝা গেলে তাকে ফ্লাইটে নেয়া হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি