ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ওমরাহ নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে মক্কা-মদিনার ব্যবসায়ীরা

সৌদি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৪০, ১০ মার্চ ২০২০

পবিত্র ওমরাহ পালন ও মসজিদে নববিতে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাসহ স্থানীয়রা। 

এ অবস্থা অব্যাহত থাকলে পবিত্র শহর মক্কা ও মদিনায় হোটেলসহ সব ব্যবসা খাতে আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন প্রবাসী ব্যবসায়ীরা।

সৌদি কর্মকর্তাদের বরাতে আরব নিউজের খবরেও এমন তথ্য উঠে এসেছে। হোটেল, এয়ারলাইনস, বিভিন্ন ধরনের দোকান, খাবার হোটেল, ক্যাটারিং ও যাতায়াতের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে।

সৌদি নাগরিক, হজ ও ওমরাহ যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সংকট উত্তোরণের এখন বিকল্প পদক্ষেপ আনার কথাই ভাবা হচ্ছে বলে জানান সৌদি কর্মকর্তারা।

লোকাল হজযাত্রীদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সৌদি সরকার। মক্কা শিল্প ও বাণিজ্য চেম্বারের প্রধান আবদুল্লাহ ফিলালি বলেন, ‘মক্কার হোটেল খাতে একটি কঠিন মৌসুম পার করতে যাচ্ছে। শহরটিতে প্রায় এক হাজার ৩০০টি হোটেল রয়েছে। ওমরাহ পালনে নিষেধাজ্ঞা বহাল থাকলে এসব হোটেলকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে’।

তিনি বলেন, ‘করোনা ভাইরাস মহামারীতে দুই শহরের হোটেল খাতে মারাত্মক অর্থনৈতিক পরিণতি বহন করতে যাচ্ছে। কাজেই এই নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হলে হোটেল খাতকে ৪০ শতাংশ খেসারত দিতে হবে।’

ফিলালি আরও বলেন, ‘মক্কা ও মদিনার আবাসন খাত পেশাগত সংকটে পড়তে যাচ্ছে। আর ওমরাহ নিষেধাজ্ঞায় তাতে আরও চাপ বাড়ছে।  কাজেই এই খাতে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে কেউ ভবিষ্যৎবাণী করতে পারছেন না।’ 

তবে সামনে পবিত্র মাস রমজান আসছে। ওই সময়টায় সব ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন এ ব্যবসায়ী।

প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ জানান, ‘আমাদের ব্যবসা সম্পূর্ণ হজ যাত্রীদের উপর নির্ভর। এইভাবে নিষেধাজ্ঞা চলতে থাকলে অনেক টাকার লোকসান গুনতে হবে।’

আরেক হোটেল ব্যাবসায়ী আবুল বশর জানান, ‘অনেক রিয়াল খরচ করে হোটেল ব্যবসায় এসেছি, আট দশজন কর্মচারী তাদের বেতন, হোটেলের বাৎসরিক ভাড়া সব মিলিয়ে অনেক রিয়াল লোকসানে পড়তে হবে। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সমস্ত বিপদ-আপদ থেকে সকলকে রক্ষা করেন।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি