ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ার সঙ্গে সিরিয়ার তেল চায় তুরস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ১১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

কুর্দিদের হামলা ঠেকাতে রাশিয়ার সঙ্গে যৌথভাবে তেল পরিচালনার প্রস্তাব দিয়েছে তুরস্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ নিয়ে একটি প্রস্তাব দিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট। এরদোগান বলেন, আমেরিকাকেও একই প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যম স্পুৎনিক জানিয়েছে, সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশের তেলক্ষেত্র পরিচালনার জন্য এরদোগান রাশিয়ার কাছে অর্থনৈতিক সমর্থন চেয়েছেন এবং রাশিয়া এ ব্যাপারে কি জবাব দেয় তার অপেক্ষায় আছে তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট দাবি করেন, তার এ প্রস্তাব বাস্তবায়ন করা হলে সিরিয়ার কুর্দি সন্ত্রাসীরা তেল চুরির সুবিধা নিতে পারবে না। কুর্দিদেরকে তুরস্ক আঙ্কারার ঘোরতর শত্রু মনে করে। এরদোগান আরো দাবি করেন, সিরিয়ার তেলক্ষেত্র থেকে উত্তোলন করা তেলের রাজস্ব দিয়ে সিরিয়ার মাটিতেই সন্ত্রাসীদের ধ্বংস করা সম্ভব।

সিরিয়ার চলমান সংঘাত-সহিংসতায় আঙ্কারা এবং দামেস্কের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। সিরিয়ার মাটিতে তুরস্ক সেনা মোতায়েন করে রেখেছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি