ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

করোনা ছড়িয়ে পড়ায় ভারতের পর্যটক ভিসা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১২ মার্চ ২০২০

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারত সকল পর্যটক ভিসা স্থগিত ঘোষণা করেছে। বুধবার ভিসা স্থগিত করে বলা হয়েছে, তারা নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ প্রচেষ্টার অংশ হিসেবে করোনাভাইরাস আক্রান্ত সাতটি দেশ থেকে আসা ভ্রমণকারীদের আলাদা করে রাখবে। এক বিবৃতিতে সরকার একথা জানায়। খবর এএফপি’র।

বিবৃতিতে বলা হয়, ১৩ মার্চ গ্রিনিচি সময় ১২০০টায় ভিসা স্থগিত কার্যকর করা হয়। কূটনীতিক ভিসা, আন্তর্জাতিক সংগঠন, কর্ম ও প্রকল্পের কর্মকর্তাদের ভিসা এই স্থগিতাদেশের আওতা মুক্ত।

সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ওই বিবৃতিতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারির পর চীন, ইতালি, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে আসা বা এসব দেশ সফর করা সকল ভ্রমণকারীকে ১৪ দিন আলাদা করে রাখা হবে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি