ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

করোনায় এই প্রথম ভারতে একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৮, ১৩ মার্চ ২০২০

এই প্রথম ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স ৭৬ বছর। তিনি গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) মারা যান। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লু।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, মৃত ব্যক্তি যাদের স্পর্শে এসেছিলেন তাদেরও আলাদা করে রাখা হয়েছে। সেই সঙ্গে নেওয়া হয়েছে অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা। 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে কর্নাটকের ওই ব্যক্তি দেশে ফেরেন। পরে হায়দরাবাদ বিমানবন্দরে তার পরীক্ষা করা হয়। তবে সে সময় কোনো লক্ষণ ছিল না তার শরীরে। 

শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারণে গত ৫ মার্চ তিনি কালবুর্গির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এরপর তাকে হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান বাড়ির লোকেরা। বাড়িতেই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
 
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের ৭০টি ঘটনা ঘটেছে।

এদিকে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বুধবার (১১ মার্চ) সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি