ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১৩ মার্চ ২০২০

চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে ক্রমেই আক্রান্ত হচ্ছেন বিশ্ব নেতারা। যা দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। একের পর এক দেশে ছড়িয়ে পড়া ভাইরাসটি অনেকের প্রাণও কেঁড়ে নিচ্ছে। এবার আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিচটার ডুটন।

জ্বর এবং গলা ব্যাথা থেকে অসুস্থ বোধ করেন ডুটন। এরপর দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করলে মেডিক্যাল পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার।

সম্প্রতি এক বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন পিটার ডুটন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই করোনায় সংক্রমিত হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে বিখ্যাত অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী সহ ১৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।  

এদিকে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সেলফ-আইসোলেশন বা নিজে থেকেই আইসোলেশনে থাকছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর দফতর এ তথ্য জানিয়েছে।

সেই সঙ্গে স্পেনের রানী লেতিজিয়া করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি করোনা আক্রান্ত এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তার দেহে ভাইরাসটির সংক্রমণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার তিনি ও রাজা ষষ্ঠ ফিলিপ সহ রাজপরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করা হয়েছে।

সূত্র : বিবিসি

সএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি