ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের রেজাল্ট নেগেটিভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ১৫ মার্চ ২০২০ | আপডেট: ১৭:১৯, ১৫ মার্চ ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ফাইল ছবি

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেগেটিভ এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর সিএনএন’র। 

শনিবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের চিকিৎসক সান কনলি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাস আছে কিনা তা শুক্রবার পরীক্ষা করে দেখা হয়। দুটি পরীক্ষার ফলাফল নেগেটিভ। 

এর আগে ট্রাম্পের সঙ্গে দেখার করার একদিন পরই এক কূটনীতিকের করোনা ভাইরাস ধরা পড়েছিল। এছাড়া তার সঙ্গে দেখা করেছেন এমন কয়েকজনের করোনা ধরা পড়ায় সম্প্রতি নিজেই করোনা ভাইরাস (কেভিড-১৯) পরীক্ষা করিয়েছেন ট্রাম্প।

করোনা ভাইরাসের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ২ হাজার ৮১৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি