ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার আতঙ্কে ‘গৃহবন্দি’ ট্রাম্প কন্যা ইভানকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ১৫ মার্চ ২০২০ | আপডেট: ১১:২৭, ১৫ মার্চ ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও তার উপদেষ্টা ইভানকা ট্রাম্প- টাইম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও তার উপদেষ্টা ইভানকা ট্রাম্প- টাইম

Ekushey Television Ltd.

প্রথমে তেমন একটা গুরুত্ব দেননি ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন। তবে ধীরে ধীরে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়লে করোনা ভাইরাসকে গুরুত্বে সঙ্গে মোকাবেলা করতে প্রস্তুতি নিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রে ঘোষণা করা হয়েছে জরুরী অবস্থা। ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভানকা ট্রাম্পও বাড়ি থেকে বের হচ্ছেন না বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর প্রচার করেছে। 

করোনা ভাইরাসের জন্য ডাক্তারি পরীক্ষা করালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে করোনা হয়নি ট্রাম্পের। 

কয়েক দিন আগে ট্রাম্প ফ্লোরিডায় তার পাম বিচের রিসোর্টে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, তার প্রেস সচিব ফ্যাবিয়ো ওয়াজনগার্টেনসহ কয়েক জনের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন। ঐ নৈশভোজে থাকা ফ্যাবিয়োসহ দুজন ব্রাজিলে ফেরার পরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বোলসোনারো অবশ্য আক্রান্ত হননি বলেই দাবি।

কন্যা এবং উপদেষ্টা ইভানকা ট্রাম্পও সিদ্ধান্ত নিয়েছেন আপাতত বাড়িতে কাজ করবেন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন গত সপ্তাহে বৈঠক করেছিলেন ইভাঙ্কা এবং মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সঙ্গে। কাল ডাটন করোনায় আক্রান্ত হন। তাই এ বার সাবধানী ইভানকাও।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি