ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইদলিবে রাশিয়া-তুরস্কের যৌথ টহল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১৫ মার্চ ২০২০

সিরিয়ার ইদলিবে রাশিয়া এবং তুরস্কের সেনারা যৌথভাবে টহল শুরু করেছে। ইদলিবে যুদ্ধবিরতির ব্যাপারে সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ এবং তুর্কি সরকারের মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় প্রদেশের এম-ফোর মহাসড়কে টহল অভিযান শুরু হলো।

প্রেস টিভি জানায়, আজ রোববার ইদলিবের ত্রোনবা এলাকা থেকে তুর্কি ও রুশ সেনারা যৌথভাবে টহল শুরু করে। এটি ছিল ইদলিবে সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটি।

রাশিয়ার গণমাধ্যমের খবর অনুসারে, মস্কো কর্তৃপক্ষ যৌথ টহলের জন্য সেখানে মিলিটারি পুলিশ এবং সাঁজোয়া যান পাঠিয়েছে। টহলের জন্য তুরস্কও একটি নতুন সামরিক বহর পাঠিয়েছে ওই অঞ্চলে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল জানিয়ে, তুরস্ক অন্তত ২০টি সাঁজোয়াযানের একটি বহর পাঠিয়েছে যা এরইমধ্যে ইদলিবে পৌঁছেছে। গত ৫ মার্চ রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি হয় সেই চুক্তির আলোকে ইদিলিবে যুদ্ধবিরতি পালন করা হচ্ছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি