ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

করোনা ঠেকাতে ১০ হাজার বন্দিকে ক্ষমা করল ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১৯ মার্চ ২০২০ | আপডেট: ০৯:৩৯, ১৯ মার্চ ২০২০

বৈঠকে ইরানি কর্তৃপক্ষ

বৈঠকে ইরানি কর্তৃপক্ষ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার দশ হাজার কারাবন্দিকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আল খোমেনি। দেশটির নিজস্ব নববর্ষ উপলক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) তাদের মুক্তি দেয়া হবে। 

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানান বলে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) খবর দিয়েছে রয়টার্স। 

তিনি বলেন, যাদের ক্ষমা করে দেয়া হয়েছে, তাদের কেউ আর কারাগারে ফিরবেন না, এটা আমরা প্রত্যাশা করি। এর মধ্যে অর্ধেকই নিরাপত্তা সংক্রান্ত বন্দি। এদের মধ্যে একজন রাজনৈতিক বন্দিও আছে বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে, এর আগে গত ৪ মার্চ কারাগারে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫৪ হাজার এবং গত ১৭ মার্চ ৮৫ হাজার কারাবন্দিকে সাময়িক মুক্তি দেয় ইরান সরকার। করোনা ভাইরাসে আক্রান্ত নয়, এটা নিশ্চিত হওয়ার পরই এদের মুক্তি দেয়া হয়। তবে পাঁচ বছরের বেশি দণ্ডপ্রাপ্তরা মুক্তির এ সুযোগ পাচ্ছে না।

বৃহস্পতিবার ক্ষমা করে দেয়া বন্দিদের মধ্যে ইরানে কারাবন্দি ব্রিটিশ-ইরানিয়ান দাতব্য কর্মী নাজানিন জাগারি-র‌্যাটক্লিফ রয়েছেন কি-না তা জানা যায়নি। তবে বিবিসির এক সংবাদে এর আগে র‌্যাটক্লিফ মুক্তি পেতে পারেন বলে জানানো হয়।

র‌্যাটক্লিফের স্বামী গত ১৪ মার্চ অভিযোগ করেন, তেহরানের এভিন কারাগারে বন্দী থাকা তার স্ত্রী কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ তার স্বাস্থ্য পরীক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছে।

এ বিষয়ে গোলাম হোসেন ইসমাইলি বলেন, ‘র‌্যাটক্লিফ নিয়মিতভাবেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন’।

র‌্যাটক্লিফকে ২০১৬ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। যদিও এ অভিযোগ অস্বীকার করেন তিনি। এমনকি যুক্তরাজ্যও তাকে নির্দোষ দাবি করে আসছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি