ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইরানের ওপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান ইমরানের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ২১ মার্চ ২০২০

ইসলামাবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইমরান খান- পার্স টুডে

ইসলামাবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইমরান খান- পার্স টুডে

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল পিটিভি নিউজ এ খবর জানিয়ে বলেছে, ইমরান খান শুক্রবার করোনা ভাইরাস মোকাবিলায় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান। খবর পার্স টুডে’র। 

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকার পক্ষ থেকে আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞার শিকার এবং এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান আরও নির্বিঘ্নে করোনা ভাইরাস বিরোধী অভিযান চালাতে পারবে। ইরানের ওপর আরোপিত এক তরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে তিনি বিশ্ব সমাজের প্রতি তিনি অনুরোধ জানান। 

এর আগে গেল সপ্তাহেও এ আহবান জানিয়েছিলেন ইমরান। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি