ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনার জন্য চীনকে সরাসরি দায় দিলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৮, ২৪ মার্চ ২০২০

চীনকে সরাসরি করোনার জন্য দায় দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য- আগাম বিপদ সম্পর্কে চীন সতর্ক করলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতো না বিশ্ব। সেই সঙ্গে চীনেরও যে এতে লাভ হয়নি এ কথাও স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রেস বিবৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, করোনা ভাইরাস সমস্যা জনসমক্ষে প্রকাশিত হওয়ার আগে কোনও তথ্যই ছিল না মার্কিন গোয়েন্দাদের কাছে। চীনের কোনও উপকার হচ্ছে না। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। নরক হয়েছে চীন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-র সঙ্গে আমার কথা হয়েছে। এটুকুই বলব যে, তারা আমাদের আগে জানাতে পারত।

এ পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি। মারা গেছে সাড়ে চারশো। চীনের পর ইতালির অবস্থা আরো শোচনীয়। মৃত্যুতে চীনকেও ছাপিয়ে গেছে ইতালি। এখন পর্যন্ত ১৯২টি দেশ কম-বেশি করোনায় আক্রান্ত। 

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। মারণ এই করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ১৬ হাজার ৩১৫ জনের। মোট আক্রান্ত প্রায় ৩ লাখ ৭৩ হাজার।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি