ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাজ্যে তিন সপ্তাহের লকডাউন   

যুক্তরাজ্য সংবাদদাতা 

প্রকাশিত : ১২:১৫, ২৪ মার্চ ২০২০

প্রতিনিয়ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে যুক্তরাজ্যে। এমন অবস্থায় তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। 

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। 

বরিস জনসন বলেন, ‘জরুরি পণ্যসামগ্রী ও ওষুধ ক্রয়, দিনে একবার ব্যায়াম এবং জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। একসাথে দুইজনের বেশি জমায়েত হওয়া যাবে না। এসব নির্দেশ অমান্য করলে প্রশাসন ব্যবস্থা নিতে পারবে।’

দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দোকানছাড়া অন্যান্য সবধরনের দোকান অনতিবিলম্বে বন্ধ রাখতে হবে। লাইব্রেরি, খেলার মাঠ, ব্যায়ামাগার এমনকি উপাসনালয়ও বন্ধ থাকবে বলে ঘোষণা দেন বরিস। 
তবে পার্ক খোলা থাকলেও জনসমাগম থাকবে সীমিত।’

বরিস আরও বলেন, ‘পারলৌকিক ক্রিয়া ব্যতীত সকল ধরনের সামাজিক অনুষ্ঠান, বিয়ে এবং ধর্মীয় উপাসনাও বন্ধ থাকবে। তিন সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে।’

যুক্তরাজ্য শতাব্দির সবচেয়ে ভয়ংকর ঝুঁকি মোকাবেলা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘সকলে মিলে এই ভাইরাসের বিস্তার ঠেকাতে হবে, এমন একটি সময় আসবে যখন বিশ্বের কোন স্বাস্থ্য ব্যবস্থা এই ভাইরাসের মোকাবেলা করতে পারবে না, কারণ পর্যাপ্ত পরিমাণে ভেনটিলেট, ইনটেনসিভ বেড, ডাক্তার এবং নার্স নেই।’

প্রসঙ্গত, চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসে ইউরোপের প্রাণকেন্দ্র যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬৫০ জন। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি