ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহাসাগরে মার্কিন রণতরীতে করোনার হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের তিন নৌ সেনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। থিওডোর রুজভেল্ট প্রশান্ত মহাসাগরে মোতায়েন রয়েছে।

মার্কিন নৌ বাহিনী মন্ত্রী থমাস মোডলি বলেন, ‘এই প্রথম সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। করোনা আক্রান্ত নৌ সেনাদেরসহ তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সঙ্গরোধ বা কোয়ারেন্টাইন করা হয়েছে।’ নিমিৎজ শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস থিউডোর রুজভেল্টে প্রায় ৫০০০ নৌ সেনা রয়েছে। বিমানাবাহী রণতরীতে মোতায়েন থাকার সময়ে এসব সেনাদের অত্যন্ত চাপাচাপি করে জীবন-যাপন করতে হয়।

অবশ্য এর আগে তীরে অবস্থিত মার্কিন যুদ্ধ জাহাজের সেনাদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ সান দিয়াগো বন্দরে মোতায়েন যুদ্ধ জাহাজগুলোতে অন্তত ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি