ঢাকা, মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪

যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় শতাধিক মানুষের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ২৭ মার্চ ২০২০

যুক্তরাজ্যে এই প্রথমবারের মতো গতকাল বৃহস্পতিবার ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ১১৫ জনের মৃত্যু হয়েছে।

সরকারি ওয়েব সাইটে বলা হয়, এ নিয়ে যুক্তরাজ্যে ২০২০ সালের ২৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৮ জনে দাঁড়ায়। বুধবার এ সংখ্যা ছিল ৪৬৩।

যুক্তরাজ্যে এ পর্যন্ত মোট ১১ হাজার ৬৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনেই ২ হাজারেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ভাইরাসটি লন্ডনে ব্যপকভাবে ছড়িয়ে পড়ায় রাষ্ট্র পরিচালিত জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনএইচএস) বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে জানিয়েছে, রাজধানীর হাসপাতালগুলো কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীতে ভরে গেছে।

এনএইচএস’র প্রধান নির্বাহী ক্রিস হফসন বলেন, রাজধানীর হাসপাতালগুলো মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়া রোগীতে ভরে গেছে। এক্ষেত্রে হাসপাতালগুলোতে যেভাবে স্রোতের মতো রোগীরা আসছে সে তুলনায় হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা এরকবারেই কম।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি