ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনায় সৌদিতে সরকারি অফিসসহ পরিবহণ খাত অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৬, ২৯ মার্চ ২০২০

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবে সকল প্রকার সরকারি অফিস আদালত, গণপরিবহনসহ অভ্যন্তরীণ ফ্লাইট, বাস-ট্রেন এবং ভাড়ায় চালিত ট্যাক্সি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। 

সৌদি গণমাধ্যম সৌদি গেজেটে আরও বলা হয়েছে, বেসরকারি প্রাইভেট সেক্টরে কর্মীদের কর্মস্থলে আসা নিষিদ্ধ থাকবে।

এর আগে এসব ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে অবস্থার অবনতির দিকে যাওয়ায় এবার তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। 

স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ)  রাতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সকল পরিষেবা বন্ধ থাকবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। 

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৯ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৩ জনে। আক্রান্তদের মধ্যে রিয়াদে সর্বোচ্চ ৪১ জন আক্রান্ত হয়েছেন। 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াদে চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তি একজন সৌদি নাগরিক বলে জানা গেছে। নতুন কোন বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। অপরদিকে, এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৭ জন। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি