ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা থেকে মুক্ত জাস্টিন ট্রুডোর স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

নভেল করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগ কভিড-১৯ থেকে সেরে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি জর্জি ট্রুডো। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য দিয়েছেন সোফি নিজেই।

তিনি লিখেছেন, ‘আগের থেকে অনেক ভালো আছি। চিকিৎসকেরা বলেছেন আমি ঝুঁকিমুক্ত।’

ট্রুডোর অফিস থেকে ১২ মার্চ জানানো হয়, লন্ডন থেকে ফেরার পর সোফি জর্জি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার করোনাভাইরাস ধরা পড়ে। তখন থেকে প্রধানমন্ত্রী এবং তার পুরো পরিবার সঙ্গনিরোধ অবস্থায় জীবনযাপন শুরু করেন। যদিও ট্রুডো  এবং তার তিন সন্তানের করোনা সংক্রান্ত কোনো লক্ষণ দেখা দেয়নি।

জাস্টিন ট্রুডো প্রতিদিন তার বাসভবনের সামনে থেকে সংবাদ সম্মেলন করছেন।

গত শনিবার তিনি জানান, তার স্ত্রী ভালো আছেন।

উল্লেখ্য, কানাডায় এখন পর্যন্ত ৫ হাজার ৬১৬ জন মানুষ নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬১ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪৪৫ জন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি