সিরিয়ায় করোনায় প্রথম মৃত্যু
প্রকাশিত : ১৭:৫৪, ৩০ মার্চ ২০২০
ফাইল ছবি
সিরিয়ায় এই প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। গত ডিসেম্বর মাসের শেষ দিকে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম এ ভাইরাসের সংক্রমণে সিরিয়ায় কোনো ব্যক্তির মৃত্যু হলো।
রোববার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কারোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পরপরই মারা যান। পরে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, দেশে নতুন করে আরো চার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট ১০ ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন। গত সপ্তাহে সিরিয়া প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করার কথা ঘোষণা করেছিল।
করোনোভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার জন্য সিরিয়ার সরকার এরইমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে জাতীয় সংসদ নির্বাচন স্থগিতকরণ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম স্থগিত করার ঘটনা রয়েছে।
এসি
আরও পড়ুন