ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মার্কিন ৬ কংগ্রেস সদস্য করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ৩১ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রের অন্তত ছয়জন কংগ্রেস সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া, ৩০ জন কংগ্রেস সদস্য স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে গেছেন। তাদের মাধ্যমে যাতে করোনাভাইরাস ছড়াতে না পারে সেজন্য তারা নিজেরাই এ ব্যবস্থা নিয়েছেন।

আমেরিকায় মহামারি করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশটিতে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে এবং এক লাখ ৬৩ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পরিস্থিতি মোকাবেলায় মার্কিন সরকার এরই মধ্যে ২.২ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা বরাদ্দ করেছে এবং বিষয়টি এরইমধ্যে কংগ্রেসে আইন আকারে পাস করা হয়েছে। ফলে ক্যাপিটলহিলে কংগ্রেস এ বসার জন্য আর কোনো সদস্যকে আগামী ২০ এপ্রিলের আগে ওয়াশিংটনে ফিরতে হবে না।

শুক্রবার ২.২ ট্রিলিয়ন ডলার অর্থ সহায়তা বিল পাস করার জন্য গত ২৩০ জন প্রতিনিধি পরিষদ সদস্য ওয়াশিংটনে জড়ো হয়েছিলেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি