করোনায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
প্রকাশিত : ১০:১৬, ২ এপ্রিল ২০২০
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় মুখ নুর হাসান হোসেন মারা গেছেন। পরিবারের বরাত দিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তার মৃত্যুর খবর জানিয়েছে।
এক বিবৃতিতে তার পরিবার জানায়, সম্প্রতি নুর হাসান হোসেন তার চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখানে তিনি একটি হাসাপতালে চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হন এবং হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার পরিবার বলছে, ৮৩ বছর বয়সী সোমালিয়ার এই সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামী রীতি-নীতি অনুযায়ী ব্রিটেনেই দাফন করা হবে।
নুর হাসান ২০০৭ সালের নভেম্বর থেকে ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত সোমালিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
এমবি//
আরও পড়ুন