ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ৬ এপ্রিল ২০২০ | আপডেট: ০৯:১৪, ৬ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসোলেশনে থাকার ১০দিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হল।

যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি এবং গার্ডিয়ান জানায়, রোববার (০৫ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

 

ডাউনিং স্ট্রিটের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সূত্র বলছে, রুটিন টেস্টের জন্য বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গার্ডিয়ানে প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস আক্রান্ত বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সারাদিন এমন গুজবের পর রোববার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাউনিং স্ট্রিট বলছে শুধুমাত্র সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ডাক্তারের পরামর্শে টেস্টের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা একটি সতর্কতামূলক পদক্ষেপ।

বরিস জনসনকে লন্ডনের এনএইচএস হসপিটালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য যতদিন প্রয়োজন, ততদিন তিনি এখানে থাকবেন বলে ডাউনিং স্ট্রিটের সূত্র জানায়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি