ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১২ এপ্রিল ২০২০ | আপডেট: ১০:৫২, ১২ এপ্রিল ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ম-স্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর করা হয়। আবদুল মাজেদের ফাঁসির খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করেছে।

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি শিরোনাম করেছে, ‘Sheikh Mujibur Rahman: Army officer hanged for murder of Bangladesh's founding president (শেখ মুজিবুর রহমান : বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির খুনি সেনাবাহিনী কর্মকর্তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে)।’

কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে- ‘Bangladesh hangs killer of founding father Mujibur Rahman (জাতির পিতার খুনিকে ফাঁসিতে ঝুলিয়েছে বাংলাদেশ)।’

পাকিস্তানের জনপ্রিয় ডন এর শিরোনাম ঠিক এরকম- ‘Bangladesh executes killer of Sheikh Mujibur Rahman (শেখ মুজিবুর রহমানের খুনির ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ)।’

এপি’র বরাত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস লিখেছে- ‘Bangladesh Executes Killer of Country's Independence Leader (স্বাধীনতার নেতার হত্যাকারীর ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ)’।

ভারতের এনডিটিভি লিখেছে- ‘Bangladesh Executes Ex-Army Captain Who Assassinated Sheikh Mujibur Rahman (শেখ মুজিবুর রহমানের হত্যাকারী সাবেক সেনাবাহিনীর ক্যাপ্টেনের ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ)।’

প্রতিবেনের ভেতরে তারা লিখেছে, পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের চার বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অধিকাংশ সদস্যদের একদল বিপথগামী সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে।

এছাড়া ভারতের দ্য হিন্দু, দ্য ইকোনোমিক টাইমস থেকে শুরু করে অধিকাংশ সংবাদমাধ্যমেই এই খবর এসেছে।

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় সংবাদমাধ্যম খালিজ টাইমস শিরোনাম করেছে- ‘Bangladesh executes killer of founding leader (জাতির স্থপতির খুনির ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ)।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি