ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

করোনার লক্ষণ নিয়ে উ. কোরিয়ায় চার চিকিৎসকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ১৩ এপ্রিল ২০২০

উত্তর কোরিয়ার সামরিক হাসপাতালে সম্প্রতি চারজন চিকিৎসক মারা গেছেন। তাদের সবার মধ্যেই করোনা ভাইরাসের লক্ষণ ছিল। জানা গেছে, মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন সামরিক চিকিৎসক এবং একজন ছিলেন বেসামরিক চিকিৎসক।

ডেইলি এনকে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সূত্র থেকে বিষয়টি জানান হয়েছে।

ওই চারজন চিকিৎসক মারা গেছেন গত ৫ এপ্রিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে সে দেশের সেনাবাহিনীর সদস্যদের চিকিৎসা করতেন ওই চিকিৎসকরা। গত ১ এপ্রিল দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে যাওয়ার চারদিনের মাথায় তারা মারা যান।

চিকিৎসকদের মৃত্যুর জেরে সেনাবাহিনীর অন্তত ৫০ জন এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ২০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। চিকিৎসকদের পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট স্বল্পতার কারণে মৃত্যুর ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

মৃত চিকিৎসকদের পরিবারের সদস্যদের বলা হয়েছে, তাদের জানাজা এবং দাফন করবে সেনাবাহিনী। সে অনুসারে দাফনের আগে মরদেহগুলোতে ব্যাপকহারে জীবাণুনাশক ছেঁটানো হয়।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি