ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

লকডাউন শিথিল করেছে অস্ট্রিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১৪ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করেছে অস্ট্রিয়া। মঙ্গলবার থেকে দেশটিতে দোকানপাট খুলতে শুরু করেছে। ধীরে ধীরে দেশটিতে পুরো লকডাউন শিথিল করা হবে বলেও অস্ট্রিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যদিও অস্ট্রিয়ায় মানুষজনকে এখনো কোন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অস্ট্রিয়ায়র বাসিন্দাদের আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

এছাড়া ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন এবং ডেনমার্ক ইতিমধ্যে লকডাউন শিথিল করে ফেলেছে। করোনা ভাইরাসের কারণে জারি করা লকডাউনের ফলে স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা পুনরায় সচল করতেই দেশগুলো এরকম ঝুঁকি নিচ্ছে। 

ইতালির প্রতিবেশী দেশ অস্ট্রিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার মানুষ। মারা গেছেন ৩৬৮ জন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি