ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিশ্বে স্বাভাবিক অবস্থা ফেরাতে পারে ভ্যাকসিন: গুতেরেস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ১৬ এপ্রিল ২০২০ | আপডেট: ১৪:২৬, ১৬ এপ্রিল ২০২০

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, সম্ভবত কোভিড-১৯ এর ভ্যাকসিনই পারে পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে।

আফ্রিকার ৫০টির মতো দেশের সঙ্গে এক ভিডিও কনফারেন্সকালে গুতেরেস বুধবার এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্বকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে পারে কেবল নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন।

মহাসচিব বলেন, ২০২০ সালের শেষ নাগাদ এ ধরণের ভ্যাকসিন যেন বিশ্বজুড়ে পাওয়া যায় তার জন্যে আন্তর্জাতিক অংশীদাররা যাতে সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে এবং তুমুল গতিতে কাজ করতে পারে তার জন্যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন।

গুতেরেস বলেন, গত ২৫ মার্চ তিনি ২শ কোটি মার্কিন ডলার অনুদানের যে আবেদন জানিয়েছেন এখন পর্যন্ত তার ২০ শতাংশ পাওয়া গেছে।

তিনি কোভিড-১৯ মোকাবেলায় কিছু কিছু আফ্রিকান দেশের প্রচেষ্টার প্রশংসা করেন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি