ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতে নৌবাহিনীর ২০ সদস্য করোনায় আক্রান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ১৮ এপ্রিল ২০২০

করোনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় ভারত। দেশব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি এবার হানা দিয়েছে নৌঘাটিতে। 

এএনআই সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মুম্বাইয়ের নৌঘাটিতে ২০ জন নৌ সেনার করোনা শনাক্ত হয়েছে। আইএনএস আংরে বেসে প্রথম সংক্রমণের ঘটনা ঘটে। তাদের থেকেই এ সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ইতিমধ্যে তাদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে কারা এসেছেন তাদের চিহ্নিতের চেষ্টা করছে প্রশাসন।  

দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৩৫২ জনের শরীরে করোনা পাওয়া গেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৮৬ জন। আক্রান্তের তুলনায় কম হলেও সুস্থ হওয়ার সংখ্যা দুই হাজার। দেশজুড়ে চলছে লকডাউন। 

এদিকে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, নতুন করে করোনা সংক্রমণের হার কমছে। তাদের দাবি, ৪০ শতাংশ হারে কমেছে নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনা। লকডাউন শুরু হওয়ার আগে তিনদিনে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুন হয়ে যাচ্ছিল। সেখানে গত সাতদিন ধরে দেখা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে ৬ দিন লাগছে।

তবে চরম আশঙ্কার কথা শুনিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রালয়ের একটি সূত্র। মে মাসের শুরুতেই সারাদেশে এই মরণ ভাইরাসের সংক্রমণ মাত্রা ছড়াবে। আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি হবে মে মাসের প্রথম সপ্তাহেই। 

বিশেষজ্ঞরা মনে করছেন, মে মাসের পরে ধীরে ধীরে কমবে সংক্রমণের ভয়াবহতা। পরিসংখ্যান বলছে, যে দেশগুলোই করোনা মোকাবিলায় প্রথম থেকেই সম্পূর্ণ লকডাউনের রাস্তায় হেঁটেছে তারাই ভাল ফল পেয়েছে।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি