লকডাউন শিথিল করল ডেনমার্ক
প্রকাশিত : ০৯:২৮, ২০ এপ্রিল ২০২০
করোনা ভাইরাসের তাণ্ডবে যখন গোটা বিশ্ব কাঁপছে এবং এই ভাইরাস থেকে বাঁচতে লকডাউন বাড়ানোর চিন্তা করছে, ঠিক তখন ডেনমার্ক তাদের লকডাউনের কঠোরতা শিথিল করতে যাচ্ছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, ডেনমার্কে প্রাইমারি স্কুল ও নার্সারি খুলে দেওয়া হয়েছে। আজ সোমবার থেকে সেলুনসহ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়া হচ্ছে।
যুক্তরাজ্যের ড্যানিশ অ্যাম্বাসেডর লার্স থুয়েসেন সংবাদ সংস্থা স্কাইকে বলেন, ‘আমরা যদি হাসপাতালে, আইসিইউতে এবং ভেন্টিলেটর ব্যবহার করতে থাকা রোগীর সংখ্যা পর্যালোচনা করি, তাহলে দেখা যায় যে গত দুই সপ্তাহ ধরে সব সংখ্যাই হয় স্থিতিশীল আছে অথবা ধীরে ধীরে কমছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনই পুরোপুরি বিপদমুক্ত না হলেও সঠিক পথেই আছি। সারাজীবন তো আমরা লকডাউনে থাকতে পারি না।’
তবে ডেনমার্ক তাদের লকডাউনের কঠোরতা শিথিল করলেও প্রতিদিনই যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিধ্বস্ত দেশটি। এরই মধ্যে দেশটিতে ৪০ হাজার পার হয়ে গেছে মৃত্যুর সংখ্যা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৪০ হাজার ২২৭জন।
শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বের অনেক দেশে এখনও কারোনার প্রকোপ দিনে দিনে ভয়াবহ রুপ নিচ্ছে।
এসএ/
আরও পড়ুন