ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রানীর ভিন্ন রকম জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২০ এপ্রিল ২০২০

আগামীকাল মঙ্গলবার রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন। এটি রানীর ৯৪তম জন্মদিন। কিন্তু এবছর করোনা মহামারীর কারণে তার জন্মদিনে গান স্যালুট থাকছে না। এমনকি বিশেষ কোন আয়োজনও থাকবে না। বর্তমান পরিস্থিতিতে রানী এই ধরনের কোনো আয়োজনকে উপযুক্ত মনে করছেন না। 

বাকিংহাম প্যালেসের সূত্রে বার্মিংহাম লাইভ এ তথ্য জানিয়েছে। 

সূত্রটি জানিয়েছে, ডিজিটাল-সংস্কৃতি, মিডিয়া এবং স্পোর্ট বিভাগ বিভাগ পতাকা-উত্তোলণ প্রটোকল নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে- বর্তমান পরিস্থিতিতে সকলেই এই পরামর্শটি অনুসরণ করতে সক্ষম হবে আশা করি না। তারপরও নির্ধারিত সামাজিক দূরত্বের নির্দেশিকাটি অনুসরণ করা উচিত সবার।

সূত্র জানায়, জন্মদিন উপলক্ষ্যে জুনে কোন ট্রুপিং (কালার) থাকবে না। রানীর জন্মদিন উপলক্ষ্যে বিকল্প কোন পরিকল্পনাও নেই। ইস্টার ও ব্যাংক হলিডে শেষে রানী চলমান লকডাউন বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন, আমরা পরস্পরকে আলাদা রেখে, অন্যকে সুরক্ষিত রাখি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি