ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিঙ্গাপুরে লকডাউন বাড়ল আরও এক মাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ২২ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের প্রকোপ না কমায় চলমান লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সিঙ্গাপুর। দেশটির প্রধানমন্ত্রী লি হেইসেন লুং গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন। খবর দ্য গার্ডিয়ান’র। 

প্রধানমন্ত্রীর লি হেইসেন লুং জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ১ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে। লকডাউনের সময় দেশের সব ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। প্রথম দফায় সিঙ্গাপুরে ৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। দ্বিতীয় দফায় তা আরও চার সপ্তাহ বাড়ানো হল।

জানা যায়, সিঙ্গাপুরে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত প্রবাসী বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ২ হাজার ৯৬২। নতুন করে আরও প্রায় এক হাজার শ্রমিক আক্রান্ত হওয়ায় বাংলাদেশি আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আক্রান্তের মধ্যে ৮০ শতাংশের বেশি দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিক। তারা বিভিন্ন জনবহুল ডরমিটরিতে থাকায় সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ছে এ প্রাণঘাতী ভাইরাসটি।

দক্ষিণ পূর্ব এশিয়ায় দ্বীপ দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ১০ হাজার ১৪১। আর মারা গেছেন ১১ জন। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি