সিঙ্গাপুরে আক্রান্তের ৮০ শতাংশ অভিবাসী
প্রকাশিত : ১৮:৪৫, ২৩ এপ্রিল ২০২০
সিঙ্গাপুরে যে বিশাল অভিবাসী শ্রমিক জনগোষ্ঠি থাকে তাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দেশটির ভাইরাস মোকাবেলায় প্রাথমিক সাফল্য এখন বড়ধরনের ঝুঁকির মুখে পড়েছে। খবর বিবিসির
সিঙ্গাপুরে যতজনের ভাইরাস শনাক্ত হয়েছে তার মধ্যে ৮০ শতাংশই থাকেন সেইসব ডরমেটরিতে যেখানে দক্ষিণ এশিয়া থেকে যাওয়া স্বল্প বেতনের অভিবাসী শ্রমিকরা থাকেন।
বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ বৃহস্পতিবার জানিয়েছেন, সিঙ্গাপুরে সাড়ে চার হাজার বাংলাদেশি ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিঙ্গাপুর কর্তৃপক্ষ বেশ কিছু ডরমেটরি সিল করে দিয়েছে। সরকার ব্যাপক পরিসরে পরীক্ষা শুরু করেছে এবং সুস্থ শ্রমিকদের সেখান থেকে সরিয়ে নেবার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন উঠেছে তাদের সুরক্ষার জন্য কেন সময়মত আরও পদক্ষেপ নেয়া হয়নি।
এসব আবাসনে থাকা শ্রমিকরা বলেছেন তারা সংক্রমণের আতঙ্কে রয়েছেন। ভবিষ্যত নিয়ে তারা রীতিমত উদ্বিগ্ন।
এসি
আরও পড়ুন