ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফ্রান্সে করোনাভাইরাসে মৃত্যু কমেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ২৫ এপ্রিল ২০২০ | আপডেট: ১৪:৪০, ২৫ এপ্রিল ২০২০

ফ্রান্সে মহামারি করোনা ভাইরাসে নতুন করে আরো ৩৮৯ জন প্রাণ হারিয়েছে। তবে, আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা কমেছে।

ফ্রান্স শুক্রবার জানায়, হাসপাতাল ও আইসিইউতেও নতুন করে করোনা রোগীর সংখ্যা হ্রাস পেয়েছে। খবর এএফপি’র।

ফ্রান্সের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জারোম সালোমন সাংবাদিকদের বলেন, দেশটির বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে মারা যাওয়া সর্বশেষ এ সংখ্যা নিয়ে ফ্রান্সে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২২ হাজার ২৪৫ জনে দাঁড়ালো। 

তিনি আরো জানান, দেশটির হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ৫৬১ জন এবং আইসিইউতে ১৮৩ জন কমেছে।

তবে, পর্যায়ক্রমে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমলেও তিনি বলেন, ‘ভাইরাস ছড়ানোর উচ্চ মাত্রা এখনো বজায় রয়েছে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই করোনা ভাইরাস মোকাবেলা কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এতে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে।’

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি