ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরানের মহাকাশ জয়ে হতাশ যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২৬ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

রকেটের সাহায্যে মহাকাশে সামরিক উপগ্রহ ‘নুর’কে পাঠিয়েছে ইরান। যা পৃথিবীর ৪২৫ কিলোমিটার দূরের কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপিত হয়।

তবে ইরানের এ সাফল্য ভালভাবে নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের এ পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পৃথিবীর কক্ষপথে সামরিক কৃত্রিম উপগ্রহ স্থাপনের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। 

স্থানীয় সময় শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে পম্পেও বলেন, ‘ইরান তার মহাকাশ গবেষণা কর্মসূচিকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ বলে যে দাবি করেছে তা সত্য নয়। ইরানের এই পদক্ষেপে প্রমাণিত হয় দেশটি পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে চায়।’

এর আগেই অবশ্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আমেরিকার এ ধরনের দাবির জবাবে বলেছেন, ‘মহাকাশ গবেষণা ইরানের ন্যায়সঙ্গত অধিকার এবং শান্তিপূর্ণ এ অধিকার সংরক্ষণের ক্ষেত্রে ইরানকে কেউ বাধা দিতে পারবে না।’

সূত্রঃ পার্সটুডে

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি