ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু বেড়ে ৮২৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২৬ এপ্রিল ২০২০ | আপডেট: ১৪:০২, ২৬ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে ভারতের একদিনে আক্রান্ত হয়েছেন দুই হাজার মানুষ। দেশটিতে একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড এটিই। এর ফলে আক্রান্তের সংখ্যা পৌঁছল ২৬ হাজার ৪৯৬ জনে। আর একদিনে মারা গেছেন ৪৯ জন। এ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৮২৪ জন। 

রোববার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এনডিটিভির।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আগের রোববার যেখানে আক্রান্ত ছিলেন ১৬ হাজার জন, সেখানে এই রোববারে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার। 

রোববার সকালে দেওয়া তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৯০ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৯ জন। এদিকে গত ১০ দিনে সুস্থতার হারও বেড়েছে। এখনও পর্যন্ত ৫ হাজার ৮০০ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ২১ দশমিক শূন্য ৯ শতাংশ। গত সপ্তাহে যা ছিল ১৪ দশমিক ১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের ৬৮ শতাংশ সংক্রমণ হয়েছে ২৭টি জেলায়। এই ২৭ জেলা রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা রাজ্যে। এর মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, ১৩ দশমিক ৮ শতাংশ। মহারাষ্ট্র রাজ্যের মোট আক্রান্তের ৪৭ দশমিক ৬ শতাংশ আবার মুম্বাই শহরের বাসিন্দা। মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট রাজ্য। গুজরাটে আক্রান্তদের প্রায় ৬২ শতাংশই আহমেদাবাদের বাসিন্দা।

এদিকে রোববার তামিলনাডুর পাঁচটি শহরে কড়া লকডাউন শুরু হয়েছে। এ রাজ্যে ১ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছেন। আগামী বুধবার পর্যন্ত ওই লকডাউন চলবে চেন্নাই, মাদুরাই ও কোয়াম্বাটুরে।  দেশে মোট আক্রান্তের ১১ শতাংশ দিল্লির বাসিন্দা।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি