ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পেরুতে করোনায় ১৭ পুলিশ কর্মকর্তার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ২৬ এপ্রিল ২০২০ | আপডেট: ১৫:০৪, ২৬ এপ্রিল ২০২০

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১৭ পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। দেশজুড়ে জারি করা লকডাউন কার্যকর করতে দায়িত্বপালন করার সময় তারা আক্রান্ত হয়েছিলেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

দেশটির অন্তত ১৩০০ পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ চলতি সপ্তাহের প্রথমদিকে জানিয়েছিল।

শনিবার দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস্তন রদ্রিগেজ বলেন, ‘সারাদেশে আমাদের ১৭ জন পুলিশ কর্মকর্তা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে ১১ জন মারা গেছেন (রাজধানী) লিমায়।’

পেরুতে নতুন করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা প্রকাশ পাওয়ার পর আগের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই পদত্যাগ করেন। এরপর শুক্রবার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন রদ্রিগেজ। 

শনিবার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনদিনার খবরে বলা হয়, ‘করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘনকারী লোকজনকে বোঝাতে গিয়ে পুলিশ কর্মকর্তারা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন।’

পেরুতে গত ১৬ মার্চ থেকে লকডাউনে আছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি