ঢাকা, মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যে ডাক্তারদের কাজের স্বীকৃতি দিতে হাততালি

সরওয়ার হোসেন, যুক্তরাজ্য

প্রকাশিত : ১৯:৫৭, ২৬ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যখাতের কর্মীদের জন্য যুক্তরাজ্যে প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় হাততালি দেওয়া হচ্ছে। এতে করে করোনা বিপর্যয় মোকাবেলায় ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বীরোচিত কাজের স্বীকৃতি দেওয়া হয়। 

এতে যুক্ত হয়েছেন প্রিন্স চার্লস, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ মন্ত্রীসভার সদস্য, সেনাবাহিনী, পুলিশসহ সাধারণ জনগণ। বাংলাদেশ হাইকমিশন লন্ডনও গত বৃহস্পতিবার কার্যালয়ের সামনে করতালি দিয়ে স্বাস্থ্যকর্মীদের উৎসাহিত করে। এসময় উপস্থিত ছিলেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ হাইকমিশনের কর্মকর্তাকর্মচারীবৃন্দ। 

এসময় হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশসহ সারাবিশ্বের করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন তা মানবতার ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া তিনি করোনা সংক্রান্ত পরামর্শ দিতে বাংলাদেশি ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ২৪ ঘন্টার হেল্পলাইনের সুবিধা নিতে বাংলাদেশী কমিউনিটির প্রতি আহবান জানান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি