ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জার্মানিতে লক ডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ২৬ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও লকডাউন ঘোষণা করে দেশটির সরকার। জারি করা এ লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করছে হাজারো মানুষ।

আল জাজিরা জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে বিক্ষোভ করায় বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এ সময় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলকে স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। 

দেশটির রাজধানীতে কয়েক সপ্তাহ ধরেই প্রতি শনিবার এ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে একদল মানুষ। এদিকে করোনা সংক্রমণ রোধে বার্লিনে বিশ জনের বেশি জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ আদেশ অমান্য করে বিক্ষোভ করায় শনিবার বেশ কয়েকজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

গতকাল বিক্ষোভকারীদের গন্তব্যস্থল রোজা লুক্সেমবার্গ স্কয়ার পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিলে তারা সড়কেই জড়ো হতে শুরু করে। তারা জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে অভিযোগ তোলে এবং অনেকেই ‘স্বাধীনতা’র দাবি সম্বলিত টি-শার্ট পরে বিক্ষোভে অংশ নেন।

ফ্রান্স, স্পেন ও ইতালির মতো জার্মানিতেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক, তবে এসব দেশের তুলনায় জার্মানিতে করোনায় মৃত্যুহার অনেক কম।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি