ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

করোনায় নিউইয়র্ক পুলিশের ৩৭ সদস্যের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২৭ এপ্রিল ২০২০ | আপডেট: ১১:১৪, ২৭ এপ্রিল ২০২০

কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য পুলিশ বিভাগের আরও দুই সদস্যের মৃত্যু হয়েছে স্থানীয় সময় রোববার। এ নিয়ে রাজ্যটির পুলিশ বিভাগের মোট ৩৭ সদস্যের মৃত্যু হলো করোনায়। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার মারা যাওয়াদের একজন নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান প্রশাসনিক সহযোগী জোসেফাইন হিল। তিনি ৩৩ বছর নিউইয়র্ক পুলিশে কাজ করেছেন। অপরজন হলেন ট্রাফিক বিভাগে কাজ করা মোহাম্মদ আহসান। তিনি নিউইয়র্ক পুলিশে কাজ করেছেন ১৫ বছর।

করোনায় মারা যাওয়া এ দুই সদস্যই নিউইয়র্ক পুলিশ বিভাগের পরিবহন ব্যুরোর সদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের মূল কেন্দ্র নিউইয়র্ক। দেশটিতে আক্রান্ত ও মৃতের হার এ রাজ্যেই সবচেয়ে বেশি। সে হিসেবে রাজ্যটির বহু পুলিশ সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগের চার হাজার ৮৩৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার পর্যন্ত নিউইয়র্ক পুলিশের পোশাকধারী সদস্যদের ৮ দশমিক ৮ শতাংশ বা তিন হাজার ১৬৬ সদস্য করোনায় আক্রান্ত ছিলেন। এর আগে এ হার ছিল ১৯ দশমিক ৮ শতাংশ।

রোববার করোনামুক্ত হয়ে কাজে ফিরেছেন নিউইয়র্ক পুলিশের তিন হাজার ৫৩০ জন সদস্য। তবে ৯৫৩ জন করোনা আক্রান্ত পোশাকধারী পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন। এ ছাড়া নিউইয়র্ক পুলিশের ৩১৭ বেসামরিক সদস্যও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি