ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইরানে ২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২৮ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের প্রাণঘাতী থাবায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল। প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন হাজারো মানুষ। গত ২৪ ঘণ্টায় ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৬ জন মারা গেছেন।

বার্তাসংস্থা রয়টার্স সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায়।

ইরানে গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যুসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫ হাজার ৮০৬ জন। সেই সঙ্গে দেশটিতে শনাক্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৪৭২ জনে। করোনা ভাইরাসের আক্রান্তের দিক থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বাধিক সংক্রমিত হয়েছে ইরান।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি