ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

যুক্তরাজ্যে ছুরিকাঘাতে দুই শিশুসহ নিহত ৩

যুক্তরাজ্য সংবাদদাতা

প্রকাশিত : ১৩:০৭, ২৮ এপ্রিল ২০২০

যুক্তরাজ্যের লন্ডন ও বার্মিংহামে ছুরিকাঘাতের ঘটনায় ৮ ঘণ্টার ব্যবধানে দুই শিশুসহ ৩ জন নিহত হয়েছে। মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দু’জন। স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) এসব ঘটনা ঘটে।

পূর্ব লন্ডনের ইলফোর্ডে ছুরিকাঘাতে এক বছর বয়সী এক শিশু কন্যা ও ৩ বছরের ছেলের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত নর্থ ইলফোর্ডের অ্যাল্ডবারো রোগে পৌঁছায়। সেখানে দুই শিশুকে মারাত্মক আহত অবস্থা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে ঘটনাস্থলেই এক বছর বয়সী শিশু কন্যার মৃত্যু হয়। আর, অপরজনকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। একইসাথে ৪০ বছর বয়সী এক পুরুষকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। তারা সকলেই একে অপরের পরিচিত। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

এদিকে, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, বার্মিংহামের ওয়েস্ট ক্রস শপিং সেন্টারে গত রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ পৌঁছায়। এ সময় তারা এক যুবককে (২০) উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পথে ওই যুবক মারা যান। 

এছাড়া একইদিন রাত সাড়ে ১০টায় পূর্ব লন্ডনের ক্যানিং টাউনের লেমবার্ট রোডে ২০ বছর বয়সী এক যুবককে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে দ্রুত ইর্মাজেন্সি সার্ভিস সেখানে পৌঁছায়। পরে তাকে ইস্ট লন্ডন হাসপাতালে ভর্তি করে নিকট আত্মীয়কে জানানো হয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি