ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইরানে অ্যালকোহল পানে ৭২৮ জনের প্রাণহানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ২৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১৯:৪২, ২৮ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল (বিষাক্ত মদ) পান করে ইরানে ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই মদ খেয়ে গত ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৭২৮ জনের মৃত্যু হয়েছে। গত বছর দেশটিতে অ্যালকোহল পানে মৃত্যু হয়েছিল ৬৬ জনের।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর জানিয়েছেন, এই বিষাক্ত মদ খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ হাজার ১১ জন। তিনি বলেন, প্রায় ৯০ জনের চোখে সমস্যা দেখা দিয়েছে। এই মদ খেলে করোনার হাত থেকে বাঁচা যাবে- এমনটাই ভেবেছিলেন তারা।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনা ভাইরাস। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় ইরানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত ৯২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বিপরীতে মারা গেছেন ৫ হাজার ৮৭৭ জন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি