ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ওয়েলসে করোনা ভাইরাসে দুই ভাইয়ের মৃত্যু

সরওয়ার হোসেন, যুক্তরাজ্য

প্রকাশিত : ২১:২৬, ২৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওয়েলসে এক ঘন্টার ব্যবধানের মৃত্যুবরণ করলেন আপন দুই ভাই। তারা হলেন গোলাম আব্বাস (৫৯) এবং রেজা গোলাম (৫৩)। গত ২২ এপ্রিল নিউপোর্ট শহরের রয়েল জয়েন্ট হসপিটালের আইসিইউতে তাদের মৃত্যু ঘটে। তাদের মৃত্যুর মাত্র ৩ সপ্তাহ আগে তাদের পিতা গোলাম মোহাম্মদ মৃত্যুবরণ করেন।

গত ২০ বছর যাবত নিউপোর্টের অ্যাভনমাউতের নিজেস্ব নিউজ এজেন্ট দোকান পরিচালনা করে আসছিলেন তারা। তাদের উভয়কেই সেন্ট উলোস কবরস্থানে পিতার কবরের পাশাপাশি দাফন করা হয়েছে। এতে পরিবারের অল্প সংখ্যক সদস্য উপস্থিত থাকতে পেরেছেন।

উল্লেখ্য, গোলাম মোহাম্মদ ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ইসলামিক স্যোসাইটি অফ ওয়েলস মস্কের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি